ঢাকাশনিবার , ১০ এপ্রিল ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

খুব আফসুস লাগছে, তাই না ?

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১০, ২০২১ ২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মামুনুল হুজুর কি এমন করে ফেলেছে যে তারে নিয়া এতো মাতামাতি করা হচ্ছে…
এইতো ?

একটু থামো…

ফ্ল্যাশব্যাক রিভিউ দেও…

একাত্তর টিভি, ডিবিসি নিউজ চ্যানেলের বিরুদ্ধে কি অভিযোগ করছিলা ?
এরা নাস্তিক, এরা মুুুুরতাদ, এরা কাফের… এদের বয়কট করতে হবে, ক্যাম্পেইন কইরা বয়কট করছো।
ছাত্রলীগ-যুবলীগ, নাস্তিক কাফের এদের জানাজা পড়া জায়েজ হবে না বিবৃতি দিছো…
অমুকে নাস্তিক, তমুকে কাফের, এদের কল্লা কেটে ফেলতে হবে বলে হুংকার দিছো…
ইসলামী আইন চাও, কথায় কথায় নবী এই করে গেছে, নবী সেই করে গেছে, ইত্যাদি হকারী করছো, তাও যেই সেই সাউন্ডে নয়, জিহাদি জোশে…
বাংলাদেশের প্রচিলত আইন শাসন ব্যবস্থাকে বুড়োআঙ্গুল দেখিয়ে, একদম অপ্রয়োজনীয় ভাবে আইন ভেঙ্গে দেখিয়েছো…
শেখ হাসিনার সরকারের দিন শেষ, শুধু সময়ের অপেক্ষা মাত্র, জিহাদি জোশে হুমকি দিছো…
তোমাদের পক্ষের ফেসবুকার ইউটিউবার কামলার বাচ্চা কামলারা ফেসবুক, ইউটিউবের কমেন্ট সেকশন’রে ডাষ্টবিন বানিয়ে ফেলেছে, জিহাদী বক্তব্য, নারীকে আক্রমন, কারো পোশাক এদিক সেদিক হলে নাস্তিক কাফের বলে ফতোয়া দিছো… সকল জায়গায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভাবে অযাচিত ভাবে কথা বলেছো, মাঝে মধ্যে আমার মনে হতো ইসলাম ধর্মটাই মনে হয় তোমরা লীজ নিয়ে নিছো…
সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের অনুসারীর দেশে ইসলাম কায়েম করতে চাইছো…
পীর ফকির আউলিয়া সুফী সাধকদের বেদাতি বলে যা খুশি তা বলেছো…
কোন বিষয়ে তোমাদের কেউ প্রতিবাদ করলে তারে নেংটা কইরা ছারছো…

বিষয় গুলো বুঝো, কথার কিন্তু রিঅ্যাকশান আছে, সুয়ার পালের মত সব সময় এক সাথে থাকো বলে তোমাদের বিরুদ্ধে অনেকেই কথা বলেনি, বেজ্জতি হবার ভয়ে, অর্থ্যাৎ ইসলাম তোমার বাপের সম্পদ, নবী তোমাদের চাচা জেঠা খালু লাগে, আর বাকী মুসলিম সব বানের জলে ভাইস্যা বাংলাদেশে আইছে।

সব বুঝো তোমরা, সব… তোমার মুখ আর পুডু দুইটাই সমান জায়গায়, পক্ষে গেলে আওয়াজ করো কথা দিয়ে, বিপক্ষে গেলে পুডু দিয়া হাওয়া ছাড়ো। একদিকে ফেসবুক, ইউটিউব লাইভ ভিডিও চালু করে গাড়ি ভাংচুর করছো, ভবনে আগুন দিচ্ছো, কাউকে কানে ধরে মাফ চাওয়াচ্ছো, লাঞ্চিত করছো, বেজ্জতি করছো, পুলিশের অস্ত্র ছিনিয়ে নিচ্ছো, উল্লাস করছো উচ্চস্বরে বলছো আল্লাহর জমিনে ইসলাম কায়েম শুরু হয়ে গেছে, সময়ের ব্যাপার মাত্র, আমাদের বিজয় আসন, আরেকদিকে এটা নিয়ে প্রতিবাদ হলে, তোমরা সকল দায় অস্বীকার করে ছাত্রলীগ যুবলীগের উপড়ে দায় চাপিয়ে বলে দিচ্ছো, বলছো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, ইসলাম আজকে হুমকির মধ্যে, তৌহিদী জনতা আজকে হুমকির মধ্যে…

বিষয় গুলো গত ২৬শে মার্চ প্রথম করেছো তা নয়, গত এক যুগ ধরেই করছো। তোমাদের কোন বদল হয়নি, যতো দিন যাচ্ছে তোমরা যেন মাথায় চড়ে বসার মত অবস্থায় চলে গেছো। এমন চলমান পরিস্থিতিতে তোমাদের এক আলেম রাজাকারের বাচ্চা মামুনুল বা অন্য যে কেউ যদি কোন ভাবে কোন অনৈতিক কাজ করে, সেটা নিয়ে তোমাদের কথার আক্রমনের শিকার, তোমাদের দ্বারা শারীরিক আক্রমনের শিকার ব্যক্তি প্রতিষ্ঠানেরা একটু হাসি ঠাট্টা তামাশা করলে দোষ খুঁজো কেন সোনারা ?

ধৈর্য্যশীল হও, কাউকে পুডু মেরে উল্লাস করতে চাইলে, পুডুমারা খাওয়ার অভ্যাসটাও করতে শেখো। এই বাংলাদেশে বর্তমানের চলমান দিন মোটেও তোমাদের অনুকূলের নয়। আপাতত পুডু হাতাইতে থাকো, সময় যদি আবার আসে তখন উল্টে দিও পারলে, এখন একদম চুপ… রাইট নাউ আমরা তোমাদের পুডু মারার উপ্রে রাখবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।