পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মাওলানা তারিক জামিল নিজেই এ তথ্য জানিয়েছেন।
রোববার পাঞ্জাবের খানেওয়াল জেলায় মারা যান আসিম জামিল। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি। খবর জিও নিউজের।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে মাওলানা তারিক জামিল লিখেছেন, আমার ছেলে তালম্বাতে ইন্তেকাল করেছে। তিনি বলেন, তার মৃত্যুর বিষয়টি পুরো পরিবেশকে শোকাবহ করে তুলেছে। তিনি আরও বলেন, এই শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।