আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে ২৫ নং রামপুর ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এস এম এরশাদ উল্লাহ তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এস এম এরশাদ উল্লাহ বলেন, “রাষ্ট্র নায়ক শেখ হাসিনার প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অনুরোধে নির্বাচন হতে প্রার্থীতা প্রত্যাহার করেছি এবং ২৫ নং রামপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সবুর লিটন’র সমর্থনে সর্বাত্মক সহযোগীতা করে যাবো।”
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সবুর লিটন বলেন, “আমি এস এম এরশাদ উল্লাহ কে ধন্যবাদ জানাই ও প্রিয় রামপুরবাসী কে আগামী ২৭ জানুয়ারী আমাকে টিফিন ক্যারিয়ার প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানাই।”
উল্লেখ্য যে, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের লাটিম মার্কা নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী সাব্বির চৌধুরী আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর পদপ্রার্থী সলিম উল্লাহ বাচ্চু (ঘুড়ি মার্কা) কে সমর্থন জানিয়ে গত ৩ জানুয়ারি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এসময় সাব্বির চৌধুরী বলেন, “আমি একজন আওয়ামী পরিবারের কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রার্থী সলিম উল্লাহ বাচ্চুর পক্ষে কাজ করব।”
এছাড়া মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সাংগঠনিক তৎপড়তায় সংরক্ষিত আসন ৮ এর মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শ্রীমতি পম্পি দাশ তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেন।
