ঢাকাশুক্রবার , ৩০ জুন ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগ নেতা অনিক মারা গেছেন

অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত লাকসাম পৌর ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার অনিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দীর্ঘ আট দিন জীবন ও মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (২৮ জুন) রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, গত বুধবার (২১ জুন) রাতে লাকসামে যুবদলকর্মী সায়মুন রহমান রকি ও ছাত্রদলকর্মীদের উপর্যুপরি ছুরিকাঘাতে
ছাত্রলীগ নেতা ইফতেখার অনিকসহ আরও দুজন আহত হয়।
আহত অন্যরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম
সৌরভ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর।

এ সময় আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রথমে লাকসামের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর।
পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এক পর্যায়ে অনিকের অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ওই দিন রাতেই তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি
ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনূছ ভূঁঞা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও
সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আহমেদ গণমাধ্যমকে বলেন,
এর আগে ওই মারামারির ঘটনায় ছাত্রদল ও যুবদলের ৬ জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।