তবে আজ প্রথম ওয়ানডেতে পাকিস্তান পাচ্ছে না সহ-অধিনায়ক শাদাব খানকে। পায়ে চোটের কারণে প্রথম ওয়ানডেতে বিশ্রামে রাখা হচ্ছে এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
শাদাব খানের না থাকার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বুধবার এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচের সময় শাদাব বাঁ পায়ে চোট পান। তাই তাকে প্রথম ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছে।
পিসিবি আরও জানায়, শুধু প্রথম ওয়ানডেতেই নয়, পর্যবেক্ষণের পর জানা যাবে পরের দুই ম্যাচে শাদাব খেলবেন কী না।
আজ শুক্রবার রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে দুই দল। জৈব সুরক্ষা বলয় থাকায় সব ম্যাচ হবে দর্শক শূন্য স্টেডিয়ামে।
প্রথম ওয়ানডের দল: ইমাম উল হক, আবিদ আলি, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, ইমাম ওয়াসিম, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মুসা খান।