ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‘ডিবি অফিস ভাতের হোটেলের পাশাপাশি নাট্যশালায় পরিণত হয়েছে’: রিজভী।

অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

আন্দোলন দমাতে গোয়েন্দা পুলিশ অস্ত্র দিয়ে ছাত্রদল নেতাদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ডিবি অফিস ভাতের হোটেলের পাশাপাশি নাট্যশালায় পরিণত হয়েছে।

নয়াপল্টনে বুধবার দিবাগত রাত ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব বলেন রিজভী।
তিনি বলেন, নেতা-কর্মীদের গ্রেপ্তার করে নাটক সাজানো হচ্ছে।
আজ বুধবার বিকেল ৩টায় গুম খুনের বিরুদ্ধে কালো কাপড় বেঁধে বিএনপির মানববন্ধন বলেও জানান এই বিএনপির নেতা।

রিজভী অভিযোগ করেন, গত দুই সপ্তাহে কয়েক দফায় তুলে নিয়ে যাওয়া ছাত্রদল নেতাদের অস্ত্র দিয়ে গ্রেপ্তার
দেখানো ও তাদের দফায় দফায় রিমান্ডে নিচ্ছে গোয়েন্দা পুলিশ।
রিজভী বলেন, তারুণ্যের শক্তিকে দুর্বল করতে নাটক সাজাচ্ছে গোয়েন্দা পুলিশ।
আন্দোলন থেকে মানুষের ধারণা ভিন্ন খাতে নেওয়ার জন্য এই কাজ করা হচ্ছে।

এসময় গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন নিয়ে নানা চক্রান্তে ব্যস্ত সরকার।
নেতা-কর্মীদের বাড়িতে হানা দেওয়া হচ্ছে, নেতা-কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

আওয়ামী লীগ গণবিরোধী সরকার উল্লেখ করে রিজভী বলেন, নেতা কর্মীদের গ্রেপ্তার করার পর অস্ত্র উদ্ধারের
নাটক বাংলাদেশের মানুষ, আন্তর্জাতিক সম্প্রদায় কেউ এসব বিশ্বাস করে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।