ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ডিবি কার্যালয়ে গে‌লেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

২৪ আগস্ট, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে তিনি আধা ঘণ্টার বেশি সময় অবস্থান করেন।

দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পিটার হাস এসেছিলেন। কিছু সময় থেকে তিনি চলে যান। এটা নিয়মিত ভিজিটের একটি অংশ। সব রাষ্ট্রদূতই এমন ভিজিট করেন।

এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিপিএম-বার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

এই সাক্ষাতের মাধ্যমে বৈশ্বিক সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ এবং সাইবার হুমকি মোকাবেলায় সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ডিবি কম্পাউন্ডে সিটিটিসির বিভিন্ন টিমের কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

~বিবার্তা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।