ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৭ আসন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনে আপিলে ঢাকা-১৭ আসনের প্রার্থীতা ফিরে পেলেন আলোচিত কন্টেট ক্রিয়েটর হিরো আলম।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার (২২ জুন) আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এর আগে গত ১৮ জুন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘চারটা আপিল ছিল।
এর মধ্যে মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের আপিল গৃহীত হয়েছে।
কমিশন আপিল গ্রহণ করেছে।
স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁঞার আপিল নামঞ্জুর হয়েছে। শেখ আসাদুজ্জামান জালালের আপিলও নামঞ্জুর হয়েছে।’

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।
পরদিন হবে প্রতীক বরাদ্দ। ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। থাকবে সিসি ক্যামেরাও।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি।
সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
সেই হিসেবে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি পাঁচ মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।