ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাঘিনীদের জন্য তমা গ্রুপে থেকে ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করবেন।

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপায় চুমু এঁকেছে সাবিনা-সানজিদারা। দেশের জন্য সম্মান বয়ে আনায় বাঘিনীদের জন্য কিছুক্ষণ আগেই ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান মানিকের কাছ থেকেও পুরস্কারের ঘোষণা পেলেন সাফজয়ী মেয়েরা। তিনি তার ব্যক্তিগত কোম্পানী তমা গ্রুপে থেকে ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করবেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন মেয়েদের বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত হয়ে সাংবাদিকদের একথা জানান।

আজ বুধবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় পা রেখেছেন সাবিনা-সানজিদারা। বিমানবন্দরে চ্যাম্পিয়ন মেয়েদের সংবর্ধনা জানাতে উপস্থিত আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাসহ বিভিন্ন মহলের প্রতিনিধিরা।

এ ছাড়া নারী ফুটবলাররা আসার আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষায় আছেন শতশত ভক্তরা। দেশের পতাকা ও নানারকম শুভেচ্ছা বার্তায় নিয়ে বিমানবন্দরে সাবিনাদের জন্য অপেক্ষায় আছেন ভক্তরা।

বিমানবন্দরে চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়া হবে। এরপর ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) যাবেন ফুটবলাররা।

বিমানবন্দর থেকে সাবিনাদের বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণি ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে। এরপর সেখানে মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।