ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’-শ্লোগানে উত্তাল নয়াপল্টন

অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে মহাসমাবেশ আজ।
আনুষ্ঠানিকভাবে দুপুর থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

এ সময় মিছিল-স্লোগানে পুরো নয়াপল্টন এলাকা উত্তাল হয়ে ওঠে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ৯টায় বিএনপি কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়।
এ সময় নেতাকর্মীরা ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’ ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, দুপুরের পর থেকে সমাবেশ শুরুর কথা
থাকলেও ফজরের পর থেকেই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যালয়ের সামনের সড়ক পুরোটা বন্ধ হয়ে যায়।
বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা বিভিন্ন দলে দলে মিছিল নিয়ে সমাবেশে আসেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল
বলেন, আমাদের জেলা নেতাকর্মীরা গত ৫ দিন আগে থেকেই ঢাকায় আসতে শুরু
করেন। এখন আমি দলীয় কার্যালয়ের সামনের অবস্থা দেখতে এসেছি।
জেলার পক্ষ থেকে দুপুর ১২টার দিকে আমরা মিছিল নিয়ে সমাবেশে প্রবেশ করব।

তিনি বলেন, আমাদের দাবি এখন একটাই, শেখ হাসিনার পদত্যাগ।
এই স্বৈরাচারের পদত্যাগ ছাড়া আমরা ঘরে ফিরব না। যত দিন পর্যন্ত নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে শেখ হাসিনা ক্ষমতা না
ছাড়বেন, আমাদের আন্দোলন আরও তীব্রতর হতে থাকবে।

স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন বলেন, সরকার চাচ্ছে জোর করে
কোনোরকম একটা নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় বসতে।
এই সুযোগ আর বাংলাদেশের মানুষ দেবে না। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এক দফা আন্দোলন চলবেই।

ময়মনসিংহ থেকে আসা বিএনপিকর্মী মো. আরিফ বলেন,
গতকাল (বৃহস্পতিবার) রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি।
আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে খুবই ভালো লাগছে।
গতকাল রাতেই বের হয়ে এসেছি, সরকারের পতন ছাড়া ঘরে ফিরব না।

তিনি আরও বলেন, বিএনপি সরকার পতনের যে কর্মসূচি দিয়েছে, এর শেষ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব।
সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েই আমরা ঘরে ফিরব। খবরঃ ইনকিলাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।