ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টন-গুলিস্তানজুড়ে জনতার ঢল, ফাঁকা রাজধানীর অন্য সড়ক

অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির মহাসমাবেশ (বামে) ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ। ছবি : ফোকাস বাংলা


রাজধানী ঢাকায় চলছে বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ।
আজ শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় শুরু হয় দলগুলোর এই সমাবেশ।
বৃষ্টি উপেক্ষা করে ডিএমপির নির্ধারিত নিজ নিজ গণ্ডিতেই অবস্থান করছেন তাদের নেতাকর্মীরা।
এতে নয়াপল্টন ও বায়তুল মোকাররম সংলগ্ন গুলিস্তানে নেমেছে জনতার ঢল।
রাজনৈতিক দলগুলোর লাখ লাখ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এসব এলাকায়।
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশস্থল তাদের নানা স্লোগানে মুখর।
তবে, রাজধানীর অন্যান্য এলাকায় নেই চিরচেনা ছবি।
নগরবাসী বলছেন—একদিকে ছুটির দিন, অন্যদিকে রাজনৈতিক সমাবেশ, সব মিলিয়ে প্রভাব রয়েছে এসব এলাকার সড়কে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো শন্তি সমাবেশস্থল বায়তুল মোকাররমের
দক্ষিণ গেট থেকে এনটিভি অনলাইনের প্রতিনিধি ফখরুল শাহিন জানান, সেখানে লাখো নেতাকর্মীর ঢল নেমেছে।
নানা রঙের পোশাক ও ক্যাপে সেজেছেন তারা। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই চলছে এই সমাবেশ।
বায়তুল মোকাররম ও তার আশপাশের অলিগলিও যেন লাল-সবুজে পরিপূর্ণ। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত পুরো এলাকা।

বিএনপির মহাসমাবেশস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, নয়াপল্টন ও তার
আশপাশ এলাকার ছোট গলিও বিএনপির নেতাকর্মীতে পরিপূর্ণ।
তাদের স্লোগানে মুখর হয়ে রয়েছে পুরো এলাকা। বৃষ্টিতে ভিজেও স্থান ছাড়েননি তারা।
দাবি জানাচ্ছেন সরকারের পদত্যাগের। মঞ্চে উপস্থিত নেতারা বক্তব্য দিচ্ছেন।
তারা ক্ষমতাসীন দলকে তাদের পূর্বনির্ধারিত দাবি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন।
একইসঙ্গে নেতাকর্মীদের সুষ্ঠু আন্দোলনে মাঠে থাকার তাগিদ দিচ্ছেন।

এদিকে, রাজধানীর রামপুরা, মালিবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ,
ফার্মগেট, মহাখালী, বনানী এলাকায় নেই অন্য ছুটির দিনের মতো পরিবেশ। সড়কে গণপরিবহণ নেই বললেই চলে।
ব্যক্তিগত গাড়ির চলাচলও কম। খুব একটা দেখা যায়নি রাইড শেয়ারের মোটরসাইকেল। রিকশার সংখ্যাও কম।

আজিমপুর থেকে কারওয়ান বাজারে আসা বেসরকারি কোম্পানির এক কর্মকর্তা জানান,
তিনি নীলক্ষেত-কাঁটাবন-হাতিরপুল হয়ে কারওয়ান বাজার এসেছেন।
এই রুটে অন্য শুক্রবার রিকশার সংখ্যা যেমনটি দেখেন, ততটা আজ নেই।

ফার্মগেট বাসস্ট্যান্ডে পরিবহণের অপেক্ষায় ঝুমু, যাবেন বনানী। তিনি বলেন, ‘প্রায় আধাঘণ্টা দাঁড়িয়ে আছেন।
কোনো গাড়ি পাননি। রাইড শেয়ারের জন্য বাইক খুঁজছিলেন।
কিন্তু দু’একটা থাকায় তারাও অ্যাপে না গিয়ে ভাড়া বাড়িয়ে চাইছেন।’ খবর-এনটিভি অনলাইন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।