বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাতীয় পার্টির (জাপা) সঙ্গে বৈঠক সফলভাবেই শেষ হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) এ নিয়ে বিস্তারিত জানানো হবে। শুক্রবার (১৫ ডিসেম্বর) এই তথ্য জানান তিনি।
জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির নেতারা। এদিন সন্ধ্যায় জাতীয় সংসদে শুরু হয় এই বৈঠক। চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
আওয়ামী লীগের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আযম।
জাতীয় পার্টির পক্ষে অংশ নেন মহাসচিব মুজিবুল হক চুন্ন ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিভাবে কিছু জানায়নি কোনও পক্ষই।
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ফলপ্রসু হয়েছে তাদের বৈঠক। এ নিয়ে বিস্তারিত জানানো হবে কাল।