ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নারীবিদ্বেষী পোস্টের কারণে ক্ষমা চেয়েছেন ক্রিকেটার তানজিম।

‌স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজের ফেসবুক পোস্ট নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেটার তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তিনি ভুল শিকার করে জানিয়েছেন, তিনি নারীবিদ্বেষী নন।
যদি তার করা পোস্টের কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, সেজন্যও তিনি ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তানজিম সাকিবের বিষয়ে কথা বলেন।

জালাল ইউনূস বলপন, “বিসিবির ক্রিকেট অপারেশন্স এবং মিডিয়া কমিটি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়।
সে আমাদের জানিয়েছে, এটার আমি দায়-দায়িত্ব আমি নিচ্ছি। আমি নারীবিদ্বেষী নই।
আমার মা একজন নারী, সেজন্য আমি কোনোদিনও নারীবিদ্বেষী নই। এমনটাই তার বক্তব্য।”

জালাল ইউনুস আরও বলেন, ‘আমরা তাকে সতর্ক থাকতে বলেছি। ভবিষ্যতে এ ধরণের কাজ সে করছে কিনা, সেটি বোর্ডের পক্ষ থেকে মনিটর করা হবে।‘

তানজিম সাকিবের বিষয়ে জালাল ইউনুস বলেন,

“তার পরিবারও দুঃখ প্রকাশ করেছে।
আর সে যেহেতু একজন তরুণ ক্রিকেটার, বয়স কম এবং সামনে বিশ্বকাপ রয়েছে, সেহেতু আমরা তাকে সতর্ক করেছি।
সে যেন এ ধরণের কোনো পোস্ট না দেয় সেটি আমরা লক্ষ্য রাখব এবং তার বিষয়েও আমাদের নজরদারি থাকবে।
যদি কোনো ধরণের কিছু পাই তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি।”

প্রসঙ্গত, তানজিম সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে থাকা ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি লেখা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সে পোস্টে লেখা ছিল,
‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না,
স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না,
স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়,
স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়,
স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়,
স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।
স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই।
আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি করে রাখবেন।
এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়।’
এছাড়াও সেখানে আরও কিছু লেখা ছিল।
সেগুলো নিয়ে নেটিজেনরা তুমুল আলোচনা-সমালোচনা শুরু করেন। এরপরে বিসিবি থেকে তাকে তলব করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।