ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নারী এশিয়া কাপ শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

এবারের নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে শিরোপা জিতলো ভারত নারী ক্রিকেট দল। এশিয়া কাপের ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে লঙ্কান মেয়েরা। অল আউট না হলেও ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এর আগে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮১ রানে  অল আউট হয়েছিলো ভারত। যা ছিল এশিয়া কাপের ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড।

আজ শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।

শুরুতেই ভারতের বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কান ব্যাটাররা। দলীয় ৯ রানেই সাজঘরে ফেরে চার লঙ্কান ব্যাটার। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। দলীয় ৪৩ রানে ৯ উইকেট হারায় তারা।

শেষ দিকে দুই টেলেন্ডার রানাভিরা ও কুলাসুরিয়া ব্যাটে ভর করে অল আউটের লজ্জা থেকে রেহায় পায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬৫ রান তুলতে সক্ষম হয় লঙ্কান মেয়েরা। শ্রীলঙ্কার পক্ষে রানাভিরা সর্বোচ্চ ২২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। আর ওশাদি করেন ২০ বলে ১৩ রান।

এই দুই ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ভারতের পক্ষে রেঙ্কু সিং নেন সর্বোচ্চ ৩টি উইকেট। আর গায়কোয়াড ও স্নেহ রানা নেন ২টি করে উইকেট।

৬৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকে স্মৃতি মান্ধানা।  ৩২ রানের উদ্বোধনী জুটির পর ৮ বলে ৫ করে আউট হন ওপেনার শেফালি ভর্মা। এরপর দ্রুতই ফরে যান রদ্রিগেজ।

আর কোন বিপদ না ঘটিয়ে অধিনায়ক হারমানপ্রীত কোরকে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন স্মৃতি মান্ধানা। হারপ্রীত ১৪ বলে ১১ ও স্মৃতি ২৫ বলে ঝড়ো ৫১ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে রানাভিরা ও ডিলহারি নেন ১টি করে উইকেট।

এই নিয়ে সপ্তমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিলো ভারত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।