ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশনারের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৩ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যোগ না দিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ‘খোলা চিঠি’ পাঠিয়েছে। এতে তফসিল ঘোষণা পিছিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার তাগিদ দিয়ে নির্বাচন কমিশনারদের দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

শনিবার রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক সেই খোলা চিঠি পড়ে শোনান। পরে তা নির্বাচন কমিশনে পাঠানো হয়।

সাইফুল হক বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান; সরকারের অঙ্গ সংগঠন নয়। দেশের প্রবল বৈরী ও সংঘাত-সহিংস পরিস্থিতিতে এখন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোন পরিবেশ নেই। এই কারণে তফসিল ঘোষণা পিছিয়ে দিয়ে নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার তাগিদ দিয়ে বাস্তব ও নৈতিক অবস্থান গ্রহণ করতে পারেন। সরকার ও সরকারি দল যদি তারপরও জবরদস্তি করে, একতরফা নির্বাচন অনুষ্ঠানে নানাভাবে বাধ্য করতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে নৈতিক ও বিবেকের দায় নিয়ে কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। কারণ, দেশ ও দেশের মানুষ কোনভাবেই আরেকটি ব্যর্থ, অকার্যকর ও তামাশার নির্বাচনের দায় নিতে পারবে না।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড থেকে শুরু করে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের হত্যাসহ প্রতিটি ঘটনা তদন্তে সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিরপেক্ষ কমিশন গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তার রাজনৈতিক জীবনে গত ২৮ অক্টোবরের মতো এত বড় শান্তিপূর্ণ মহাসমাবেশ এর আগে হয়নি। স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ মানুষ বিএনপির মহাসমাবেশ ও গণতন্ত্র মঞ্চসহ সমমনা রাজনৈতিক দলের সমাবেশে এসেছিল। সরকার পরিকল্পিতভাবে কূটকৌশলে উসকানি দিয়ে সংহিংসতা তৈরি করে। এতে তৃতীয় পক্ষ কাজ করে। তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছে। যেভাবে এজেন্টদের দিয়ে ক্ষেত্র তৈরি করা হয়েছে, এর দায় দায়িত্ব সরকার ও সরকারি দলকে বহন করতে হবে।

মহাসমাবেশের অনুমতি দেওয়ার পর-এর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব তারা পালন করেনি। সেদিনের ঘটনায় পুলিশ মারা গেছে- এটা দুঃখজনক। বিএনপিসহ আমাদের ৮-১০ জন নেতা মারা গেছেন, খুবই দুঃখজনক।
বিরোধী দল সম্পর্কে প্রধানমন্ত্রীসহ সরকার ও সরকারি দলের মন্ত্রী, এমপি ও নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন সাইফুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দিচ্ছেন তা শপথ ভঙ্গের শামিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জোনায়েদ হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।