ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপির অবস্থান, ককটেল বিস্ফোরণ, আটক অনেকে

অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বেশ কয়েকজন নেতাকর্মী আটক
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে দলটির
নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে।
এতে বেশ কয়েকজন আহত হয়েছেন;
আটক করা হয়েছে অনেককে।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার পর থেকে লাঠিসোঁটা হাতে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।
এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সব সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান তারা।

পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপিকর্মীরা।
কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

যাত্রাবাড়ীতে সংঘর্ষের সময় আহত হন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এসময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
গয়েশ্বর চন্দ্র ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।

গাবতলীতে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।
এ ছাড়াও বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।