দেশি-বিদেশি ষড়যন্ত্র ও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্যের সঙ্গে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে জাতীয় পার্টি।
শুক্রবার দুপুরে রাজধানীর গুলশান-২ থেকে গুলশান-১ পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
আগামীকাল ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টির (বিদিশা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদের নেতৃত্বে এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রা শেষে বিদিশা বলেন, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে ১৮ কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মনে করি, ৪১টি স্প্যানে তৈরি পদ্মা সেতুর ৪২ নম্বর স্প্যান প্রধানমন্ত্রী নিজেই। আমরা তার সাফল্যকে বড় করে দেখি।
তিনি বলেন, বিরোধী রাজনীতি করি ভোটের জন্য, কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য যা করলেন তা বাঙালি জাতি হাজার বছর মনে রাখবে।
পদ্মা সেতু উদ্বোধনের একদিন আগে র্যালি প্রসঙ্গে বিদিশা বলেন, আজকে আমরা আনন্দ র্যালি বের করেছি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য।’
শোভাযাত্রায় ‘স্বপ্নের পদ্মা সেতু’ লেখা টি-শার্ট পরে বেলুন নিয়ে অংশ নেন অনুসারীরা। এ সময় পিকআপেও ফেস্টুন-ব্যানার বহন করতে দেখা যায়।