ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশ কিছুই অর্জন করতে পারেনি :গণফোরাম

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২২ ১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ কিছুই অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠককে শুভঙ্করের ফাঁকি বলে আখ্যায়িত করেন।

শুক্রবার (৯ আগস্ট) বিকালে রাজধানীতে দলটির সভাপতির কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্টু বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে আমরা কী পেয়েছি? বাংলাদেশ কিছুই অর্জন করতে পারেনি। আমরা ভারতকে কানেক্টিভিটির সমস্ত লাইন দিয়েছি। কিন্তু তিস্তা আমরা এখনও পেলাম না। অথচ অন্য কারও সঙ্গে আমরা কানেক্টিভিটি পাইনি। নেপাল-ভুটান থেকে সরাসরি বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তাও পায়নি বাংলাদেশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর ও নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ পেয়েছে শুভঙ্করের ফাঁকি।

তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তিস্তা সমস্যা সমাধানে চীনের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নিতে হবে।

বৈঠকে গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে নিজস্ব উৎপাদন বাড়ানোর কোনো ব্যবস্থা না করে অন্যদেশ নির্ভর আমদানিনীতি গড়ে তোলা হচ্ছে।

তিনি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য এ নীতি গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে যৌথ বিবৃতিতে বাংলাদেশের স্বার্থের পক্ষে কোনো সারবস্তু আছে বলে মনে করেন না তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।