ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে জেলহত্যার পুনরাবৃত্তির আশংকা ! মৃত্যু ঝুঁকিতে ফজলে করিম

অপরাজিত বাংলা
অক্টোবর ৯, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের ৫ বারের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী মৃত্যুর ঝুঁকি নিয়ে শংকা প্রকাশ করেছে তাঁর পরিবারের সদস্যরা৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে কারাগারে ঘুমন্ত অবস্থায় থাকা সাবেক এই সংসদ সদস্যের ছবি ভাইরাল হওয়ার পর তাঁর পরিবারের একাধিক সদস্য স্টাটাস লিখে এই আশংকার কথা প্রকাশ করেছেন৷ তাদের মধ্যে একজন ফজলে করিম চৌধুরীর ভাইয়ের ছেলে ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুকে সেই ছবি শেয়ার করে স্টাটাসে লিখেছেন, কারাগার তাহলে কতোটুকু নিরাপদ ?

ফজলে করিম প্রসঙ্গে রাউজানের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, নানা মুখি চাপের কারণে স্থানীয়রা প্রতিবাদ বা অন্যান্য কর্মসূচি দিতে পারছে না৷ রাউজানের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে লোকটা তাঁর মেধা ও শ্রম দিয়ে রাউজানের প্রতিটি জনপদ তথা দেশের জন্য এত কিছু করেছে। যিনি একাধিকবারের নির্বাচিত জনপ্রতিনিধি ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব৷ যে বা যারা আজকের দিনে তাঁর বিপক্ষের দাঁড়িয়েছে, খোঁজ নিলে জানা দেখুন ওরা বিরোধী পক্ষের লোক। তাঁকে অতীতেও হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু জনগণের সম্মিলিত প্রতিরোধে সেসকল চক্রান্ত সফল হয়নি৷

সরেজমিন ঘুরে জানা গেছে, মূলত ফজলে করিম বিরোধী অপশক্তিরা সম্মিলিত ভাবে কোটি কোটি টাকা খরচ করে তার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, ভিত্তিহীন অভিযোগে ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের নামে একের পর এক মামলা দেয়া হচ্ছে। এমনকি বক্সে আলী চৌধুরী বাড়ির মত সুনামধন্য বাড়িতে অব্দি দেশীয় অস্ত্র সাজানো নাটক থেকে শুরু করে তাঁর ছোট ছেলের নামেও মামলা দেওয়া হচ্ছে৷ অথচ ছেলেটি রাজনীতির ধারেকাছেও আসেনি।

এক প্রবীণ ব্যক্তি অক্ষেপ করে বলেন, “আজ দেশের বাকস্বাধীনতা কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হচ্ছে৷ ফজলে করিমের পক্ষে কোন প্রবাসীও যদি বিদেশ থেকে কোন পোস্ট করে তাহলে সেই প্রবাসীর দেশের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে।” জানা গেছে ৫ আগস্টের পর রাউজানে দিনরাত ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি সংখ্যা লঘু সম্প্রদায়ের বসত ভিটা মানুষ শূন্য করার মিশনে নেমেছে কথিত একটি গোষ্ঠী ৷ ফজলে করিম সংসদ সদস্য থাকালীন সময়ে অর্থাৎ গত ১৫ বছরে যত হতাহতের ঘটনা ঘটেছে, তার চেয়ে বেশি ঘটেছে গত দুইমাসে। হাজার হাজার রাউজানবাসি ফজলে করিমের পক্ষে আওয়াজ তুলতে মুখিয়ে আছে, কিন্তু অদৃশ্য অপশক্তির রক্তচক্ষুর কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদের সুযোগ পাচ্ছে না৷

ইতিমধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভিতরেও ফজলে করিমকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলে আশংকা প্রকাশ করছে পরিবারের সদস্যরা৷ বিশেষ করে ৮ অক্টোবর কারাগারে আটক সাবেক এমপি এম এ লতিফের মাথায় আঘাত পেয়ে আহত হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে কারাগারে আটক ফজলে করিমের পরিবারে। ৯ অক্টোবর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে তথা কারা অভ্যান্তরে ঘুমন্ত ফজলে করিম চৌধুরীর ছবি প্রকাশ্যে আশার পর তাঁর প্রাণঘাতের আশংকা করছে তাঁর পরিবার ও রাউজানের সর্বস্থরের জনসাধারণ৷ জনমনে প্রশ্ন এই ছবি কি কিলিং মিশনের প্রাথমিক পদক্ষেপ ? দেশের কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ভয়ংকর ইতিহাসের পুনরাবৃত্তি কি ঘটতে যাচ্ছে বাংলার মাটিতে৷ প্রচলিত আইনে যেহেতু নিরপরাধ ফজলে করিমকে বেঁধে রাখা যাবে না সেই জন্যে কি প্লান “বি” এর ছক আঁকছে অপশক্তিরা ?

এদিকে চিকিৎসকদের লিখিত মতামতে অন্তত ১০টির বেশী গুরুতর রোগে চিকিৎসাধীন ছিলেন ফজলে করিম চৌধুরী৷ যে ব্যক্তির হার্টে ৯০% ব্লক সেই ব্যক্তিকে অযত্ন, অবহেলায় মাটিতে শুয়ে রাখা হয়েছে৷ একে মানবাধিকারের চরম লংঘন বলে মনে করছে সচেতন মহল৷ তবে এই বিষয়ে কারা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি৷ ইতিমধ্যে চট্টগ্রাম কারাগারে আরেক সংসদ সদস্য পড়ে গিয়ে আহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে। যদিও প্রকৃত ঘটনা এখন জানা যায়নি৷ ফলে ফজলে করিম চৌধুরীকে নিয়ে পরিবারের শংকা আরো বৃদ্ধি পেয়েছে৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।