ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাঘিনীদের মালামাল চুরি: ‘একটু পরে জবাব দিবে বিমান’

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিমানবন্দরে সাফজয়ী ফুটবলারদের অর্থ ও মালামাল হারানোর বিষয়ে কিছুক্ষণ পর গণমাধ্যমে লিখিত বিবৃতি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিজেদের অবস্থান জানাবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র তাহেরা খন্দকার।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি বাংলাভিশনকে এই তথ্য জানান। বলেন, বিষয়টি খতিয়ে দেখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানের কেউ দায়ী হলে তাদের দ্রুত খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। পুরো বিষয়টি কিছুক্ষণ পর লিখিত বিবৃতি দিয়ে জানানো হবে।

এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। এ সময় বিমানবন্দর থেকে বাফুফ ভবন পর্যন্ত তাদের দেওয়া হয় সংবর্ধনা। এরই ফাঁকে কয়েকজন ফুটবলারের ব্যাগের তালা ভেঙে টাকাসহ মালামাল চুরি করা হয়েছে বলে গত রাতেই অভিযোগ করেন ফুটবলাররা।

ফুটবলার কৃষ্ণা রানী সরকার গণমাধ্যমকে বলেন, যেহেতু দেশের আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল, এজন্য আমরা আমদের হ্যান্ড ব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।

শুধু তারই টাকা চুরি যায়নি। আরও কয়েকজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙ্গা ছিল বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।