ঢাকাবুধবার , ১২ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএন‌পির আজ‌কের সমা‌বেশ‌কে নি‌য়ে আওয়ামীলী‌গের সতর্ক অবস্থা

অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে বুধবার বিভাগীয় মহাসমাবেশ করবে বিএনপি। চলছে মঞ্চ তৈরির কাজ। বিভাগীয় সমাবেশ ঘিরে এক মাস ধরে নানা প্রস্তুতি নিচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বিপুল নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটিয়ে নিজেদের অবস্থান জানান দিতে চায় দলটি।

এদিকে, মহানগরীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, সমাবেশের নামে সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপিকে প্রতিহত করা হবে।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টায় নগরীর পলোগ্রাউন্ড ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় এ সমাবেশ করছে বিএনপি।

জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ‘তারা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চান। তবে বিনা উসকানিতে সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর হামলা হলে পাল্টা জবাব দেবেন দলীয় নেতাকর্মীরা।’

এ অবস্থায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে বন্দর নগরীতে উত্তেজনা বিরাজ করছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে বুধবারের বিভাগীয় সমাবেশ ঘিরে আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। সমাবেশ করার জন্য বিভাগের সবচেয়ে বড় মাঠ বেছে নিয়েছি। এর আগে আমরা পলোগ্রাউন্ড মাঠে সভা করেছি। ওই সভায় বেগম খালেদা জিয়া ছিলেন। সভায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হয়েছিল। সমাবেশে আমাদের নেত্রী আসবেন না। কিন্তু মানুষ সংগ্রামে নেমেছে। তার প্রতিফলন পলোগ্রাউন্ড মাঠে দেখতে পাবেন সবাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। আমরা কোনও ফাঁদে পা দেবো না। কারও উসকানিতে কান দেবো না। তবে বিনা উসকানিতে নেতাকর্মীদের ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে।’

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘পলোগ্রাউন্ড ময়দানে ঐতিহাসিক ও স্মরণকালের বড় সমাবেশ হবে। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের পাশাপাশি চট্টগ্রাম তথা দেশের জনগণের মাঝে আগ্রহের সৃষ্টি হয়েছে। সমাবেশে সাধারণ মানুষ অংশ নিয়ে আওয়ামী লীগের প্রতি অনাস্থা জানাবে।’

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, ‘পলোগ্রাউন্ড ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। মানুষ এই সরকারের দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশে যোগ দেবে। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। গণতন্ত্রকে নির্বাসিত করেছে। জনগণ সব অধিকার হারিয়েছে। সমাবেশের মাধ্যমে তারা প্রতিবাদ জানাবে।’

মহানগর বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমাবেশের বিষয়ে অবহিত করা হয়েছে। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে। এর আগেই প্রতিটি ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসবেন।’

তবে বিএনপির সমাবেশ নিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সভা-সমাবেশ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার। এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে সভা-সমাবেশের আড়ালে কোনও ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো আমরা।’

যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘বিভাগীয় সমাবেশের নামে বিএনপি-জামায়াত কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। চট্টগ্রামের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে তাদের বিশৃঙ্খলার জবাব দেওয়া হবে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ‘সমাবেশ করার জন্য বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে। আশা করছি কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবে না। এরপরও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে আমরা সেভাবে ব্যবস্থা নেবো। পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।