ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে

অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দলের মহাসমাবেশ
ও ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ফলে আওয়ামী লীগ বোল্ড হয়েছে।
সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ২৮ ও ২৯ তারিখে বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে।
আওয়ামী লীগ কিছু বুঝেই উঠতে পারেনি।
সারাদেশ থেকে মানুষ এসে সরকারকে বার্তা দিয়েছে অবিলম্বে গদি ছাড়ো।

তিনি বলেন, ‘ছোট্ট কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমরা অবরোধও করিনি, হরতালও দেয়নি।
শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছিলাম।
কিন্তু তারা (আওয়ামী লীগ) পুলিশ নিয়ে যুদ্ধের মতো সাজে এসে নিরস্ত্র বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে।
অথচ আওয়ামী লীগ সাঁজোয়া যান দিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে।

‘আর দলের সিনিয়র নেতাদের নিয়ে গল্পের প্লট তৈরি করে ব্ল্যাক মেইল করেছে। এটাতে বিএনপির নেতারা ছোট হয়নি, সরকার ছোট হয়েছে।’

সরকার যত চেষ্টা করুক না কেন সমাবেশে মানুষের ঢল থামানো যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, বিএনপি নির্বাচন চায়, তবে বর্তমান সরকারের অধীনে নয়। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। এই লক্ষ্যে বিএনপি স্থির।
আমাদের এক দফা, সরকারকে পদত্যাগ করতেই হবে। বারবার মানুষকে বোকা বানানো যাবে না।

ফখরুল বলেন, আজ সমস্ত দেশের মানুষ একসাথে জেগে উঠেছে, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের
অধীনে নির্বাচন দিন নয়তো পালাবার পথ পাবে না।

এদিনের সমাবেশ থেকেও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব।
ফখরুল বলেন, প্রশাসনের লোকদের ভয় পেতে মানা করেছেন প্রধানমন্ত্রী।
তাহলে ভয় পাচ্ছেন… ভয় পাবারই কথা।

শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিজয় আনা হবে
এবং শিগগিরই এক দফার নতুন কর্মসূচি দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে তার আগেই বিএনপির দাবি মেনে নিতে সরকারকে আহবান জানান ফখরুল।

বিএনপির মহাসচিব আরও বলেন, বিদেশ থেকে কিছু মানুষ ভাড়া করে নিয়ে এসেছে,
যাদের কাউকে চেনে না। টাকা দিয়ে ভাড়া করে এনেছে।

সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আইয়ুব সরকার, পাকিস্তানিদের নির্যাতন দেখা আছে।
কিন্তু অবরোধ কর্মসূচিতে যে হামলা, তা বাংলাদেশের ইতিহাসে আর দেখা যায়নি।
সিনিয়র নেতাদের সাপ পেটানোর মতো পেটানো হলো।

আওয়ামী লীগের উদ্দেশ করে তিনি বলেন, ‘গ্রেপ্তার করেন, নেতাকর্মীরা সাহসী, ভয় পায় না।
যত পেটান, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না। একটাই দাবি সরকারের পতন।
যত নির্যাতন করুন সরকারের পতন ছাড়া অন্য কোনো কথা নেই।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনে ভীত হয়ে সরকার
বাধ্য হয়েছে বিএনপি নেতাদের আটক করে নিয়ে সমাদর করতে।
বিশ্ববাসী সরকারের বিরুদ্ধে চলে গেছে।
তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাবার আসে, পুলিশ কর্মকর্তা আপ্যায়ন করে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটাতো শুরু।
সহজে চলে গেলে ভালো। নয়তো চলে যেতে বাধ্য হলে, সেটা হবে নাটকের শেষ দৃশ্য।’

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কারো ওপর নির্ভর করে নেতা নির্ধারণ হয় না।
২৮শে জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশের মানুষ।
বিরোধীদলের কর্মসূচি বানচালের চেষ্টা আর হতে দেয়া হবে না।
রাজনৈতিক দল কর্মসূচি নিয়ে মাঠে নামলে সেটা অবৈধ নয়, নেতাকর্মীরা আগামীতে রাস্তায় নামবে। প্রয়োজনে বাধা এলে প্রতিরোধ করবে।

সমাবেশে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক আব্দুস সালাম এবং ঢাকা মহানগর
উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ প্রমুখ নেতারা বক্তব্য দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।