জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেতারা যতই গণতন্ত্র, নির্বাচন নিয়ে হইচই করুক না কেন তারা গণতন্ত্রের ফেরেশতা নয়। তারা প্রত্যেকেই আসলে মানুষ পোড়ানো, জঙ্গি, তাণ্ডব ও হত্যা ভয়ংকর সব জল্লাদ। সুতরাং তারা নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে না।’
আজ বুধবার (১৩ই সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, বিএনপি যে অস্বাভাবিক সরকারের কথা বলছে, যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে এই তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে কার্যত মানুষ পোড়ানোর খুনি, জঙ্গি তাণ্ডবের আসামি, হত্যা খুনের আসামি, গ্রেনেড হামলার আসামিদের রেহাই দেওয়ার সরকার হিসেবে কাজ করবে। সুতরাং বিএনপির প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে।’
এ সময় জাসদের জেলা সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।