ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র সমমনা দল ও জোটের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৩ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সরকার পতনে একদফা দাবিতে রাজপথে আন্দোলন করছে সমমনা দল ও জোটগুলো। আন্দোলনে আগুন লাগিয়ে গাড়ি পোড়াচ্ছে না তারা। হামলাও চালাচ্ছে না। শুধুমাত্র বিএনপি’র আন্দোলনকে সমর্থন দিয়ে রাজপথে বিক্ষোভ ও মিছিল করছে। এই অপরাধেই সমমনা দল ও জোটের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি এসব দলের নেতাকর্মীরা রাতে তাদের বাড়িতে ঘুমাতেও পারছেন না। বাড়ি-বাড়ি গিয়ে অভিযান ও তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তার করা হচ্ছে আন্দোলনরত দলগুলোর নেতাকর্মীদের। তাদের না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে বলেও দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সমমনা দল ও জোটগুলোর নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সরকার পতনে একদফা দাবিতে আন্দোলন দমন করতে ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঢাকাসহ সারা দেশে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। এই অভিযান বেশির ভাগ সময় চলে রাতে।

ফলে বেশির ভাগ নেতাকর্মী নিজ বাসায় রাতে ঘুমাতেও পারেন না। যাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চলে তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে খুবই খারাপ আচরণ করা হয়। অনেক সময় তাকে না পেয়ে তার বাবা, বড় ভাই কিংবা ছোট ভাইকে আটক করে নিয়ে যাওয়া হয়।
সমমনা দল ও জোটগুলোর সূত্রে আরও জানা গেছে, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশের দিন থেকে এ পর্যন্ত গণতন্ত্র মঞ্চের ৪ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২ জন ছাড়া পেয়েছেন এবং ২ জন জেলে রয়েছেন। আর ১২ দলীয় জোটের ১ জন, সমমনা দলের ১ জন, লেবার পার্টির ৭ জন, গণঅধিকার পরিষদের (নুরুল হক নুর) ৯ জন এবং গণফোরামের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে গণফোরামের ৭ জন কর্মী মুক্তি পেয়েছেন এবং ৩ জন জামিন পেয়েছেন। বর্তমানে দলটির ৫ জন কর্মী জেলে রয়েছেন। এছাড়া ঢাকা থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওইদিন বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১২ দলীয় জোটের আলোচনা সভা হওয়ার কথা ছিল। সেখানে যোগ দিতে সেগুনবাগিচায় যান এহসানুল হুদা। বিকাল সোয়া ৩টার দিকে রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। আর রোববার রাতে ১২ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের উত্তরার ৩ নম্বর সেক্টরের বাসা ঘেরাও করে রাখে ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করে রাখে এবং গেইট ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে রোববার রাতে ময়মনসিংহ জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, এগুলো স্বৈরাচারী মনোবৃত্তির বহিঃপ্রকাশ। অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করার পরও আমাদের কর্মীদের গ্রেপ্তার করে সরকার সুফল পাবে না। তাদের পতন অনিবার্য।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মানবজমিনকে বলেন, সরকার সর্বাত্মক দমন-পীড়ন করছে। বিরোধী দলগুলোর আন্দোলনে কিছু এজেন্ট ঢুকিয়ে আন্দোলন দমন করতে চাচ্ছে এবং আন্দোলন কালিমালিপ্ত ও সন্ত্রাসী হিসেবে দেখাতে চাচ্ছে। এজন্য পুলিশের লোকদের দিয়েও গাড়িতে আগুন লাগানো হচ্ছে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকার আমাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করে। এজন্য তারা নোংরা পথ বেছে নিয়েছে। আর আন্দোলন দমন করার জন্য আমাদের নেতাকর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। কিন্তু এগুলো করে সরকারের শেষ রক্ষা হবে না।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মানবজমিনকে বলেন, বিএনপি’র সঙ্গে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনে ক্ষমতাসীনরা তাদের লোকজন দিয়ে গাড়ি ভাঙচুর করেছেন। যাতে এই আন্দোলন সহিংস হিসেবে দেখাতে পারে। আর বিরোধী দলগুলো নির্মূল করতে এজেন্টদের দিয়ে গাড়ি পোড়ানো হচ্ছে। আর মামলা দিয়ে ছোট ছোট দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

বাংলাদেশ এলডিপি’র একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা আন্দোলনকে সংগঠিত করছি। তাই আমাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে। যাতে আন্দোলনকে আরও জোরদার করা না যায়। এজন্যই এসব গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।