ঢাকাশুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নিজেই ডামি দল হয়ে গেছে, নেতা-কর্মীরা সব আশা হারিয়ে ফেলেছে: ওবায়দুল কাদের।

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

দেশে এখন বিএনপিই ডামি হয়ে গেছে। দলটির কর্মীরা সব আশা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোটে না আসতে পারার শোকে তারা পাথর হয়ে গেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে অসহায়দের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন না করে বিএনপি যে কতো বড় ভুল করেছে দলটি অচিরেই তা বুঝতে পারবে।

কাদের আরও বলেন, এই মুহূর্তে বিএনপির আর কোনো আশা নেই। কারণ নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতির আশাও নেই। জানান, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই। তবে সহিংসতা করলে কোনো ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, তারা আন্দোলন করবে জনতার ঢল নামবে, এসব শুনে এখন ঘোড়াও হাসে। নিজেদের নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে। তারা যতোই আন্দোলন করুক, জনগণ দূরে থাক নেতাকর্মীরাও সাড়া দেবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।