বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে গেলে সাজার মেয়াদ আরো বেড়ে যায়।
তিনি আরও বলপন, বিরোধী মত দমনে সরকার আদলাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
বিরোধী দলের শান্তি সমাবেশে সরকার তাদের দলের নেতা কর্মীদের দিয়ে ধ্বংসাত্মক পরিবেশ তৈরি করছে আর পুলিশ দিয়ে গ্রেফতার করছে আমাদের নেতা কর্মীদের।
মির্জা ফখরুল বলেন, “টিএসসিতে সরকারের মদদে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে ভিপি নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, তারেক রহমান ও জুবাইদা রহমানের সাজার প্রতিবাদে শুক্রবার (৪ আগস্ট) রাদেশে বিক্ষোভ করবে বিএনপি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।