ঢাকাশনিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

“বিশ্বব্যাপী নতুন করে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ক‌মে‌ছে”- তেদ্রোস আধানম।

অনলাইন ডেস্ক।
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

১২ ফেব্রুয়া‌রি (শুক্রবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)’র মহাপরিচালক তেদ্রোস আধানম এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, নানা দেশ গণস্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করার ফলে বিশ্বব্যাপী নতুন করে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। তবে সতর্কতা শিথিল করার সময় এখনো আসে নি।

তিনি জোর দিয়ে বলেন, টিকা উত্পাদনের পরিমাণ এবং সব দেশে টিকা প্রয়োগের গতির উপর নির্ভর করছে মহামারির নিয়ন্ত্রণ। এর আগে সংস্থাটি চলতি বছরের প্রথম ১০০দিনে সব দেশের চিকিত্সাকর্মী ও প্রবীণদেরকে টিকা প্রদান করার একটি পরিকল্পনা উত্থাপন করেছিল। আগামি শুক্রবার বছরের ৫০তম দিন। তাই সংশ্লিষ্ট সবাইকে টিকা উত্পাদন বেগবান করা ও প্রযুক্তি ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন তিনি।

সংস্থার বিশেষজ্ঞ দল ইতোমধ্যে চীনের উহান সফর শেষ করেছেনে এবং আগামি কয়ক সপ্তাহের মধ্যে তাদের পূর্ণ প্রতিবেদন প্রকাশ করবেন।

তিনি বলেন, একবার সফর করে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া না গেলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ ব্যাপারে ভবিষ্যতে আরও বিশ্লেষণ ও গবেষণা প্রয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।