ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি না দেয়ায় হেফাজতে ক্ষোভ ও অসন্তোষ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

৩০ নভেম্বর পর্যন্ত সরকারকে বেঁধে দেয়া আল্টিমেটামের সময় শেষ হলেও মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হেফাজতে ইসলাম এ ক্ষোভ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সেই সম্মেলন থেকে ঘোষিত দাবি সমূহের অন্যতম দুটি ছিল- মাওলানা মামুনুল হক, মুফতী মুনির হুসাইন কাসেমীসহ হেফাজতের কারাবন্দী সকল আলেম উলামার মুক্তি এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলামের নেতা কর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার।
সম্মেলন থেকে এই সব দাবি বাস্তবায়ন করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেয়া হয়েছিল। ইতোমধ্যে বেঁধে দেয়া সেই সময় শেষ হয়ে গেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সময়ের মধ্যে মুফতী মুনির হুসাইন কাসেমী ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী জামিনে মুক্তি পেয়েছেন। এ জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
কিন্তু পরিতাপের বিষয় হলো- মাওলানা মামুনুল হকসহ বাকি যে সমস্ত আলেম কারাবন্দী হয়ে আছেন এবং হেফাজতে ইসলামের নেতা কর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যাপারে এখনো কোনো বাস্তব উদ্যোগ গ্রহণ করা হয়নি।
যার ফলে হেফাজতের নেতাকর্মী ও সারাদেশের উলামায়ে কেরাম ও আপামর তৌহিদী জনতার মাঝে চরম ক্ষোভ ও অসন্তুষ্টি দেখা দিয়েছে।

এতে আরো বলা হয়, এ পরিস্থিতিতে করণীয় প্রদক্ষেপ নির্ধারণ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হেফাজতের নীতিনির্ধারণী ফোরামের সাথে আলোচনা করে আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগীর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।