ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‘মির্জা ফখরুল মূর্খের মত মিথ্যা কথা বলেন।’ -আইনমন্ত্রী।

অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের
প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি মূর্খের মতো মিথ্যা কথা বলেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের আলোচনা সভায় তিনি বলেন, ‘মির্জা ফখরুল মূর্খের মত
মিথ্যা কথা বলেন। তথ্য না জেনেই তিনি কথা বলেন, তাই সাথে সাথে ধরা পড়ে যান।’

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী
সমাবেশে শেখ হাসিনা ওপর গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ২৪ জন।

উনিশ বছর পরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন
তুলে বলেছেন, ২১ আগস্টের পুরো বিষয়টি সাজানো নাটক।
রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাদের ওই মামলায় সাজা দেয়া হয়েছে।

ফখরুলের এ মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সকালেই এ নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের
বলেছেন, ‘২১ আগস্টের ঘটনাকে তিনি (ফখরুল) আওয়ামী লীগের সাজানো নাটক বলেছেন।
এরচেয়ে বড় মিথ্যাচার কি হতে পারে?
যে দল হত্যাকাণ্ড পরিচালনা করে সে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুলের মহাসচিব পদ নড়ে গেছে বলেই তিনি মিথ্যাচার করছেন।’

আইনমন্ত্রী বলেন, ৭৫’ এর অসম্পূর্ণ ষড়যন্ত্র পূর্ণ করতেই ২১ শে আগস্টের গ্রেনেড হামলা।
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই বিএনপির উদ্দেশ্য।

তিনি বলেন, মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষী দিয়েছেন, একুশে আগস্টের ঘটনায় তারেক রহমান জড়িত।

এ সময় মির্জা ফখরুলকে তথ্য জেনে কথা বলারও আহ্বান জানান আইনমন্ত্রী।

তখনকার বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ওই ঘটনার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়।
নানা নাটকীয়তার পর ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলার রায় দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা বঙ্গবন্ধুর
হত্যাকাণ্ড ও ২১ আগস্টের গ্রেনেড হামলার পেছনে একই অপশক্তি জড়িত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম।
তিনি বলেন, এই অপশক্তি একই ধারায় স্বাধীনতাবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
ধর্মীয় লেবাসকে ব্যবহার করছে এই শক্তি।
শুধু নেতৃত্ব শূন্য নয়, গণতান্ত্রিক বাংলাদেশের চলা প্রতিহত করার জন্যই এ হামলা।

এদিকে সাহস থাকলে বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের
মানুষ বিএনপিকে আর ভোট দেবে না।
জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তবে আমাদের কোনো আপত্তি নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।