ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক হিরো আলম, টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বহুল আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সংগঠনটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন হিরো আলম।

এসময় তিনি বলেন, ”আমাকে সংগঠনটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছে। তবে, আমি আওয়ামী লীগ-বিএনপি বা অন্য কোন দলে যোগদান করি নাই।  তবে আগামী নির্বাচনে তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আর নির্বাচনে অংশ নেবেন না। আগামীতে তিনি যে কোন দলের হয়ে নির্বাচন করবেন বলেও জানান।

মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ তো আওয়ামী লীগ মনা একটি সংগঠন তাহলে কি আপনি আওয়ামী লীগের লোক? এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে হিরো আলম বলেন, এটা সভাপতিকে জিজ্ঞাসা করেন।

তিনি বলেন, সম্প্রতি দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে বসবাসরত প্রবাসীরা তাকে প্রশ্ন করেছিলেন তিনি দেশের বড় দুই রাজনৈতিক দলের নেতার সমাধিতে গিয়েছিন কি না? তখন তিনি বলেছিলেন, জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছেন। এ কারণেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসেছেন।

এ সময় হিরো আলম আরও জানান, তাঁর জীবনের শেষ ইচ্ছা তিনি এমপি হবেন। আগামীতে বগুড়া-৬ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিবেন। তিনি এমপি নির্বাচিত হলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারবেন আর এটা তিনি করতে চান।

এর আগে হিরো আলম, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ আগস্টে নিহতদের স্মরণে মাগফেরাত কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।