ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মুশফিককে স্পর্শ করবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

এশিয়া কাপে আগামীকাল  শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ খেলতে নামলেই অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমকে স্পর্শ করবেন দলের দলনেতা সাকিব আল হাসান।
টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। এখন পর্যন্ত ২২টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাকিব। কাল শ্রীলংকার বিপক্ষে টস করতে নামলেই মুশফিকের পাশে বসবেন সাকিব।
শুধুমাত্র ম্যাচ হিসেবেই নয়, জয়ের দিক দিয়েও মুশফিককে স্পর্শ সুযোগ থাকছে সাকিবের। কাল জিতলেই অধিনায়ক হিসেবে অষ্টম জয়ের স্বাদ পাবেন সাকিব। অধিনায়ক হিসেবে মুশফিকও ৮টি টি-টোয়েন্টি জিতেছিলেন। মুশফিকের হার ১৪টি ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সাকিবের নেতৃত্বে ১৫টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ ও জয়ের রেকর্ড মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬টিতে দলকে জয় এনে দিয়েছেন মাহমুদুল্লাহ। তার অধীনে ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।