ঢাকারবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকের অবসরে আবেগাপ্লুত সতীর্থরা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

হঠাৎ করেই আন্তর্জাতিক  টি-টোয়েন্টি ক্রিকেট থেকে  সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের অবসর  হতবাক দলের সতীর্থরা। টি-টোয়েন্টিতে মুশফিকের অবদানের কথা জানিয়ে অনেকে ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। উল্লেখ্য, আজই  আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন মুশফিক।
মুশফিকের অবসরে নিজের ভেরিফাইড পেইজে স্ট্যাটাস দিয়েছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ২২ গজে মুশফিকের সাথে তার একটি ছবি দিয়ে মাহমুদুল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজের নীতি যে কোনও ফরম্যাটে সবসময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’
বাংলাদেশ দলের  মিডল-অর্ডার ব্যাটার আফিফ হোসেন লিখেছেন, ‘আশা করি আপনার ভবিষ্যৎ যাত্রা আরও বেশি সফল হবে মুশফিক ভাই।’
পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘ধন্যবাদ, টি-টোয়েন্টির লিজেন্ড মুশফিকুর রহিম।’
উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘মাঠের ভেতর ও বাইরে আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা। টি-টোয়েন্টি অবসর শুভ হোক মুশফিকরহিম ভাই। সামনের দিনগুলোর জন্য শুভ কামনা।’
২০০৬ সালের ২৮ নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১শ ম্যাচ খেলেছেন তিনি। ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯ দশমিক ৪৮ গড়ে ১৫০০ রান করেছেন মুশফিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।