ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ম্যারাডোনার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি শুরু। মরদেহ রাখা হবে হল অব প্যাট্রিয়টসে।

অনলাইন ডেস্ক।
নভেম্বর ২৬, ২০২০ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ম্যারাডোনার মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি শুরু হয়েছে, মরদেহ রাখা হবে হল অব প্যাট্রিয়টসে।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের বাসভবন কাসা রোসাদায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ময়নাতদন্ত শেষে কাসা রোসাদায় নেয়া হয়েছে ফুটবল কিংবদন্তির মরদেহ।

অন্তত ১০ লাখ মানুষ ম্যারাডোনাকে শেষ শ্রদ্ধা জানাতে আসবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বুয়েনস আইরেসে ভিড় করতে শুরু করেছে ভক্তরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার থেকে দু’দিন সেখানেই ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানাবে তার ভক্তরা।

তবে, আরো একদিন এ সময় বাড়ানো হতে পারে। এ পর্যন্ত প্রেসিডেন্ট কার্যালয়ের হল অব প্যাট্রিয়টসে রাখা হবে ম্যারাডোনার মরদেহ।

পুরো বিশ্বকে শোকে স্তব্ধ করে দিয়ে বুধবার পরপারে পাড়ি জমান ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনা। বুধবার রাতে তিগ্রেতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। এর আগে, বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন এই ফুটবল জাদুকর।

তাঁর মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।