ঢাকামঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর উত্তরার মানিক বস্তি এলাকায় আগু‌নে পুড়ে ৩ ভাই-বোনের মৃত্যু।

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২২ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরার চন্ডালভোগ মানিক বস্তি খালপাড় এলাকার একটি টিনশেড ঘরে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- জাহাঙ্গীর (১৯), রুমা (১৭) ও আফরিন (১৪)।

খালেদা খানম বলেন, “ভোর ৪টার সময় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৫টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।”

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান জানান, ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের পর ওই টিনশেড ঘরের ভেতর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে জাহাঙ্গীর ও রুমা আপন ভাই বোন আর তাদের খালাতো বোন আফরিন।

তিনি আরও জানান, ঘটনার সময় বাসার মধ্যে চারজন ছিল। বড় ভাই আলমগীর অগ্নিকাণ্ডের সময় বাইরে বেরিয়ে যায়।

নিহত জাহাঙ্গীরের বাবা সুরুজ মিয়া ও মা আলেয়া বেগম কয়েকদিন আগে তাদের গ্রামের বাড়ি দিনাজপুর বীরগঞ্জে যায়। বর্তমানে ওই বাসায় তারাই ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।