‘নিরাপত্তা ও বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সন্ধ্যার পর ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে একাডেমিক ভবনসমূহের সামনে এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে সন্ধ্যার পরে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুর রহমান মন্তব্য করেন, ‘বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ নিষিদ্ধ করা হোক।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আসিফ আজাদ সিয়াম সমকালকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এত এত সমস্যা, সেগুলো নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। আর শীতকালে শিক্ষার্থীরা ব্যাডমিন্টন খেলবে, তা নিয়ে যত বিধি নিষেধ। এক্ষেত্রে একটি প্রশ্ন উত্থাপিত হয়, প্রশাসন কি আসলেই শিক্ষার্থী বান্ধব!’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ছাত্ররা একাডেমিক ভবন ও লাইব্রেরির আশেপাশে ব্যাডমিন্টনের অনেক কোর্ট কেটেছেন। তারা নিজেরাই সব কোর্টে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। এসব জায়গা তো খেলার জায়গা না। এজন্য তাদের আবাসিক হলের আশেপাশে ও জিমনেশিয়ামে ব্যাডমিন্টন খেলার জন্য বলা হয়েছে।’