ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের শোক বইতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাই কমিশনে স্বশরীরে উপস্থিত হয়ে এই শোক বইতে স্বাক্ষর করেন সরকার প্রধান।
পরে টুইটারে এক বার্তায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, স্বাক্ষরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রানির সাক্ষাতের বিষয়টি স্মরণ করেন। পাশাপাশি রানি দ্বিতীয় এলিজাবেথের প্রজ্ঞা ও জ্ঞানের বিষয়টিও শ্রদ্ধার সাথে স্মরণ করেন শেখ হাসিনা।
এ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী । সেই সফরে যাওয়ার পথে যুক্তরাজ্যে গিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেয়ার কথা রয়েছে তার।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।