ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের ৪ নেতাকে খুঁজছে পুলিশ।

শিক্ষা ডেস্ক
আগস্ট ২০, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে হওয়া মামলায় ছাত্রলীগ নেতা তন্ময়সহ অভিযুক্তদের যেকোনো সময় গ্রেফতার করতে পারে পুলিশ।

তাদের গ্রেফতারে অভিযান চলছে। শনিবার নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য জানান।

এ কর্মকর্তা বলেন, মামলার পর অনেকে গা ঢাকা দিয়েছেন।

গতরাত থেকেই অভিযান অব্যাহত আছে। সন্ধান পেলেই তাদের গ্রেফতার করা হবে।এর আগে গত ১৮ আগস্ট ভর্তি জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তির অভিযোগে ভর্তিচ্ছুসহ ৫ জনের নামে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, শেরেবাংলা হল ছাত্রলীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং ছাত্রলীগ কর্মী মহিবুল মমিন সনেট ও শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণসহ
ভর্তিচ্ছু শিক্ষার্থী আহসান হাবীবকে আসামি করা হয়।
এ মামলায় গ্রেফতার হন আহসান।

একই দিনে আরেকটি অপহরণ মামলায় ছাত্রলীগের এই চার নেতাকর্মীকে আসামি করা হয়।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিনিময়ে চুক্তির সম্পূর্ণ টাকা না দেওয়ায় আহসানকে অপহরণ করে মুক্তিপণ দাবির
অভিযোগ এনে এই মামলা করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীর পরিবার। -বিডি প্রতিদিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।