ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রায়ট কার, জলকামান সহ বিপুল পুলিশের নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সাম‌নে অবস্থান।

অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল বিএনপির একদফা দাবিতে মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পাশাপাশি এই এলাকায় প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান।

বুধবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই নিরাপত্তা বলয় গড়ে তুলে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন দুপুর থেকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতা কর্মীরা।
এই জনসমাগমকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নয়াপল্টন এলাকায় এপিসি ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

মহাসমাবেশের জন্য গঠিত বিএনপির শৃঙ্খলা কমিটি বৈঠক এবং সাড়ে ৪টায় সংবাদ
সম্মেলন নয়াপল্টনে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বৈঠক এবং সংবাদ সম্মেলন বিএনপি চেয়ারপারসনের গুলশান
রাজনৈতিক কার্যালয়ে করার সিদ্ধান্ত নেয় দলটি।

যে কারণে ৬টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের পদচারণা কমে যায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতা কর্মীরা অবস্থান করছেন।

যাযাদি/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।