ঢাকাসোমবার , ২ জানুয়ারি ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর যোগদানে আল-নাসেরের ফলোয়াড় বেড়েছে তিন গুণ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

অনেক জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে ফুটবলবিশ্বকে চমকে দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আর যোগ দেয়ার পর থেকেই ক্লাবটির ফলোয়াড় সংখ্যা বেড়েছে তিন গুণ। দুই বছরের চুক্তিতে প্রতি বছর বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা পাবেন তিনি।

আনুষ্ঠানিকভাবে সিআর সেভেন ক্লাবটিতে যোগ দেয়ার পর, ৮ লক্ষ ৬০ হাজার ফলোয়ার থেকে সেই সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৫ দশমিক ৩ মিলিয়নে। এছাড়া, বেড়েছে রোনালদোর নাম সম্বলিত জার্সি বিক্রির সংখ্যাও।

পাশাপাশি, রোনালদোর অন্তর্ভুক্তিতে বেড়েছে সৌদি প্রো-লিগের জৌলুস। মাঠে নামা না হলেও, আল নাসেরের লিগ ম্যাচে সিআর সেভেনের অপেক্ষায় আরব দেশটি। সেখানকার ভক্তরা মুখিয়ে আছে তার খেলা দেখার জন্য।

তারা জানান, বিশ্বমানের একটি সাইন-ইন হয়েছে। আন্তর্জাতিক ফুটবলে রোনালদো একটি বড় নাম। সৌদি লিগে তার অন্তর্ভুক্তি এর জৌলুস বাড়িয়েছে বহুগুণ। এর প্রভাবে আল নাসের তাদের সেরা অবস্থানে পৌছাবে বলে মনে করি। আর, সৌদির ফুটবল কাঠামোও অনেকটাই পরিবর্তন হবে।

২০২২ বিশ্বকাপের মাঝেই শোনা যাচ্ছিল গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের গন্তব্য হতে পারে সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল নাসের। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণাও।

শুক্রবার রাতে রোনালদোকে নেওয়ার কথা জানায় আল নাসের। ৩৭ বছর বয়সী তারকার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত।

ক্লাবটিতে রোনালদোর বার্ষিক বেতন হবে ৭৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা ৭০০ কোটিরও বেশি। সবমিলিয়ে প্রায় ২০০ মিলিয়ন ইউরোর সমপরিমাণ আর্থিক চুক্তির কথা শোনা যাচ্ছে।

এদিকে আল নাসেরে যোগ দেওয়ার মধ্যে দিয়ে সম্ভাব্য ইতি ঘটে গেল ইউরোপিয়ান ফুটবলের অন্যতম মহাতারকা রোনালদোর পথচলা। পাঁচবার ব্যালন ডি’অর জয়ী জিতেছেন সমানসংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ। এই টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪০ গোলও রয়েছে তার দখলে। ৪৫০ গোল নিয়ে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা রোনালদো।

আন্তর্জাতিক ফুটবলেও সবচেয়ে বেশি ১১৮ গোল পর্তুগালের এই তারকার। যদিও সময়টা একদমই ভালো যাচ্ছে না তার। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে এক গোল করেছিলেন তিনি। পরে পর্তুগালের হয়ে বিশ্বকাপে কেবল একটি গোল করেছিলেন পেনাল্টি থেকে। ক্লাব ও জাতীয় দলে বেশির ভাগ সময়ই কেটেছে বেঞ্চে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।