ঢাকাসোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

লা লিগায় রোববার ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ভিয়ারিয়াল।

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ধুকতে থাকা এলচেকে লা লিগায় রোববার ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ভিয়ারিয়াল। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে এখনো পর্যন্ত অপরাজিত থাকা ভিয়ারিয়াল।
জেরার্ড মোরেনো ও গিওভানি লো সেলসোর প্রথমার্ধের গোলে ২-০ ব্যবধানে লিড পায় স্বাগতিকরা। এরপর ম্যাচের শেষ ভাগে আরো দুই গোল করেছেন ফ্রান্সিস কোকুয়েলিন ও হোসে লুইস মোরালেস।
এ  নিয়ে একমাত্র দল হিসেবে লা লিগার এবারের আসরের এখনো পর্যন্ত কোন গোল হজম করেনি উনাই এমেরির দল। চার ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সাথে তারা সমান ১০ পয়েন্ট সংগ্রহ করেছে।
এদিকে দিনের আরেক ম্যাচে এস্পানিয়লের কাছে ঘরের মাঠে ১-০ গোলে পরাজিত হয়ে মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে এ্যাথলেটিকে বিলবাও। সান মামেসে ম্যাচের ৮৩ মিনিটে মার্টিন ব্রেইথওয়েটের একমাত্র গোলে এস্পানিয়লের জয় নিশ্চিত হয়। বার্সেলোনার সাথে চুক্তি বাতিলের পর এস্পানিয়লের জার্সি গায়ে এটাই ছিল ব্রেইথওয়েটের প্রথম ম্যাচ।
লা লিগায় কাল বড় নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়াও। দিনের শেষ ম্যাচে জেনারো গাত্তুসোর দল গেতাফেকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। আগের দুই ম্যাচে এ্যাথলেটিক বিলবাও ও এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে টানা দুই হারে অনেকটাই পিছিয়ে পড়েছিল ভ্যালেন্সিয়া। কিন্তু কাল পুরো দলের সংঘবদ্ধ পারফরমেন্সে দাপুটে জয় নিশ্চিত হয়েছে। এস্তাদিও ডি মেস্তালায় ৭ মিনিটে টনি লাটোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দুই মিনিটের ব্যবধানে স্যামুয়েল লিনো ও সামু কাস্তিলেওর গোলে বিরতির আগে ৩-০ ব্যবধানের লিড নিশ্চিত হয়। ৬৫ মিনিটে নিকো গঞ্জালেজ দলের হয়ে চতুর্থ গোলটি করেন। তিন মিনিট পর হুগো ডুরো আরো এক গোল করলে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত হয়।
দিনের আরেক ম্যাচে রায়ো ভায়োকানোকে ২-১ গোলে পরাজিত করেছে ওসাসুনা। রুবেন গার্সিয়ার শেষ মুহূর্তের গোলে ওসাসুনার জয় নিশ্চিত হয়। এর আগে প্রথমার্ধ গোলশুন্য থাকার পর ৫৪ মিনিটে এইমার ওরোজ ওসাসুনার হয়ে ডেডলক ভাঙ্গেন। ৭৫ মিনিটে ফরাসি অভিজ্ঞ ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজুনের গোলে সমতায় ফিরেছিল ভায়োকানো। কিন্তু শেষ পর্যন্ত এই গোল কোন কাজে আসেনি। এনিয়ে চার ম্যাচে তৃতীয় জয় নিশ্চিত করলো ওসাসুনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।