ঢাকাবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার জন্মদিন, জাতির উৎসবের দিন : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, শেখ হাসিনার জন্মদিন মানেই জাতির উৎসবের দিন। তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে নৌকা প্রতীক। জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই প্রতীকের মাধ্যমে সবাইকে একসূত্রে গেঁথেছিলেন, এনে দিয়েছেন স্বাধীনতা। তাঁর অবর্তমানে নৌকার হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দেশকে নিয়ে যাচ্ছেন উন্নতির শিখরে।
ডেপুটি স্পিকার ইছামতি নদী, কোনাবাড়ী, সাথিয়াতে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, জাতির জন্য আজ একটি আনন্দের দিন। এই দিনেই প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা পৃথিবীতে এসেছেন। যিনি যাদুকরী নেতৃত্বের মাধ্যমে বিশ্বনেতাদের তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের একটা পরিচিতি এনে দিয়েছেন। জাতিসংঘের ঘোষণায় আদায় করে নিয়েছেন বিশ্বের তৃতীয় সেরা প্রধানমন্ত্রীর মর্যাদা। আর এ সব কিছুর সাথেই জড়িয়ে আছে নৌকা প্রতীক।
এদিকে একই দিন সাথিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা সবসময় শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন, তাঁদের জন্য আজীবন লড়াই করেছেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাঁর কন্যা শেখ হাসিনা তাঁর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ’৭৫ পরবর্তী অন্ধকারাচ্ছন্ন দেশকে আলোর পথ দেখাচ্ছেন।
তিনি আরো বলেন, জাতির পিতা ৭ মার্চের ভাষণে বলেছিলেন, “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।” তিনি স্বাধীনতা এনে দিয়েছেন, অর্থনৈতিক মুক্তির দিকেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঘাতক বাহিনী  তাঁকে সে সময় দেয়নি। এরপর অন্ধকার সময়ে দেশ পিছনের দিকে হাটতে থাকলে হাল ধরেন জাতির পিতার কন্যা।
ডেপুটি স্পিকারের নিজ বাসভবনে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তিনি নৌকা চত্তরে পুষ্পস্তবক অর্পণ ও গরীব ও দুস্থ ব্যক্তিদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিতরণ পরিদর্শন করেন।
১১দিন ব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতায় বাগচী চ্যালেঞ্জার, মায়ের দোয়া, আফরাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
সাথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া পৌর চেয়ারম্যান এস. এম. আসিফ রঞ্জন শামস বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসারসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।