ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে, বিএনপিকে পরিণত করেছেন: খসরু

অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (৩ অক্টোবর) বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চে মাদারীপুর মোস্তফাপুর মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা দুটি ভালো কাজ করেছেন।
এক- আওয়ামী লীগকে তিনি ধ্বংস করে দিয়েছেন। আর দুই- বিএনপিকে শক্তিশালী ও পরিণত দলে রূপান্তর করে দিয়েছেন। 
 
এ সময় ফরিদপুরের মানুষের প্রশংসা করে তিনি বলেন, সবার একটা ধারণা আছে, ফরিদপুর অঞ্চল নৌকা অধ্যুষিত।
কিন্তু আজকে সেই ধারণা পাল্টে গেছে। সুষ্ঠু নির্বাচন হলে এই ডিভিশনে নৌকার আর কোনো ভরসা নেই।
 
তিনি বলেন, মানিকগঞ্জ থেকে ফেরি পার হয়ে ফরিদপুর পর্যন্ত যখন এলাম এবং এখানে আসা পর্যন্ত আমাদের বিপরীতগামী যত যানবাহন ছিল, যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে, এমন একটি গাড়িও পেলাম না যারা আমাদের হাত নাড়িয়ে স্বাগত জানায়নি।
 
‘সারা দেশের মতো এই অঞ্চলও খালেদা জিয়ার, তারেক রহমানের এবং ধানের শীষের।
আজকে আপনাদের এই জনসমাগম একটি কারণেই, এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেয়ার জন্য।’

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে যা দেখিয়েছে আমি এর নাম দিয়েছি ভোট চুরির প্রকল্প।
নির্বাচনে জিততে এই ভোট চুরির প্রকল্পই তাদের একমাত্র ভরসা।
শেখ হাসিনার ভোট চুরি করতে কতগুলো লুটেরা ব্যবসায়ী, আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নিয়ে একটা রেজিম তৈরি করেছে।
কেননা তাদের জনগণের ওপর বিশ্বাস নাই। তারা জানে কখনোই সুষ্ঠু নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারবে না।

এ সময় নেতাকর্মীদের তিনি বলেন, ‘আপনারা সবার নাম তালিকাভুক্ত করবেন।
আমরা এই ভোট চোরদের তালিকা প্রকাশ করে দেব। তারা সবাই বাংলাদেশের শক্র।
দুনিয়াতে কোনো ফ্যাসিস্ট সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। তাদের রাস্তায় নেমে হটাতে হবে।’
 
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজকে ভোট চোরেরা ধরা পড়েছে।
দেশের মানুষের কাছে ধরা পড়েছে বহু আগেই, এখন বিশ্ববাসীর কাছে ধরা পড়েছে।
বিদেশিরা ভদ্র ভাষায় ওই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে দেয়ার কথা বলছে।
শুধু বলে নাই, ভিসা নীতি, নিষেধাজ্ঞার মতো বিষয় তারা দিয়েছে।
ভোট চুরির প্রকল্পের একটা অংশ হচ্ছে ৪০ লাখ মামলা, গুম হত্যা এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা হনন।’

এ সময় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে খসরু বলেন, ‘আমরা আমেরিকা যাবো না বলেন, ঠিকই আবার যাচ্ছেন।
জাতিসংঘে একটা বক্তব্য দিয়েছেন ভালো, বক্তব্য তো শেষ। সব দেশ আরও কত আগে ফিরে গিয়েছে, তো আপনি (প্রধানমন্ত্রী) এক সপ্তাহ ধরে কী করেন সেখানে?

বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি নিয়ে তিনি বলেন, কয়েকিদন তো সেলফি দিয়ে বাড়াবাড়ি করেছিলেন।
এরপর বাইডেন সাহেব ভিসা নীতি আরও শক্ত করে দিয়েছে।
এখন আমও গেছে ছালাও গেছে, তাদের এখন শুধু আছে মুখটা। তাদের আছে শুধু চাপার জোর।

শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তিনি খালেদা জিয়াকে নিয়ে যা বলেছেন, তার উত্তর আমি দেবো না।
কারণ এর উত্তর দিতে হলে আমাকে অনেক নিচে নামতে হবে। বিএনপি ভদ্রলোকের দল।
এর উত্তর আমি না দিলেও উত্তর দেবে দেশের মানুষ। সোর্সঃ সময় টি‌ভি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।