নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ আর্ন্তজাতিক প্রীতি ফুটবল ম্যাচে কাল মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ নভেম্বর) ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়। ঘরের মাঠে নেপালের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করায় বেশ ফুরফুলে মেজাজে আছে জামাল ভূঁইয়াররা। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আসর শেষ করতে চায় স্বাগতিকরা।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাড়াঁতে চায় সফরকারীরা। বাংলাদেশ দলের হেড কোচ জেমি ডে করোনা আক্রান্ত হওয়ায় নেপাল থেকে অনুশীলনে কিছুটা পিছিয়ে থাকবে স্বাগতিকরা। সেই সুযোগটি কাজে লাগিয়ে জয় পেতে চায় নেপাল ফুটবল দল।
এদিকে নেপালও অনুশীলন করেন। করোনায় আক্রান্ত হওয়ায় সেরা একাদশে নিয়মিত খেলা বেশ কয়েকজনকে রেখেই খেলতে হয়েছিল নেপালেকে। প্রথম ম্যাচে হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বালগোপালের শিষ্যদের।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।