ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সমঝোতা ছাড়া তফসিল ঘোষণায় পরিস্থিতি আরো জটিল হবে

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণ আতঙ্কিত। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবি উপেক্ষিত।

কার্যত এই মূহুর্তে দেশে ভোটের কোন পরিবেশ নেই। এমতাবস্থায় আমরা মনে করি রাজনৈতিক সমঝোতা ছাড়া তড়িঘড়ি তফসিল ঘোষণা করা হলে পরিস্থিতি আরো জটিল রূপ নিবে। জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেছেন, সরকারের এই বাস্তবতা অনুধাবন করা উচিত যে,পরপর গত দুটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় মানুষ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না।

তাই কালক্ষেপণ না করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দ্রুত একটি অর্থবহ সংলাপের আয়োজন করে বিদ্যমান সঙ্কটের সমাধান সরকারকেই বের করতে হবে।

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা জুনায়েদ আল-হাবীব,অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী,মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া,মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এ সব কথা বলেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।