সরকারকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই পূজার ছুটিতে সিদ্ধান্ত নিন, পদত্যাগ নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবে
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবি’র সমাবেশে এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবো, এই সমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে।
সরকার ভয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে দাবি করে তিনি আরও বলেন, দৈনিক প্রথম আলোর ফেসবুক পেজের মতো একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে, যে আজকের কর্মসূচি স্থগিত হয়েছে। পরে প্রথম আলো নিশ্চিত করেছে, যে ওটা ফেক।
নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে মহাসচিব বলেন, নির্বিচারে গতকাল আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। সর্বশেষ খবরে জেনেছি যে গতকাল থেকে এ পর্যন্ত আমাদের ২৫০ এর অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
বিএনপি ক্ষমতায় যেতে চায় না, চাই শুধু দেশের মানুষ তাদের অধিকারটা ফিরে পাক জানিয়ে তিনি বলেন, সংবিধানকে বেআইনিভাবে চুরি করে তাদের পক্ষে আনার চেষ্টা করেছে। যে পঞ্চদশ সংশোধনী তা সম্পূর্ণ বেআইনি। এটা করে তারা বাংলাদেশে একটা সহিংসতার রাজনীতি কায়েম করেছে।
অর্থনীতির করুণ অবস্থার জন্য সরকারকে দায়ী করে ফখরুল বলেন, রিজার্ভের আজ করুণ অবস্থা। আবার মেগাপ্রকল্প উদ্বোধন করে তারা। দেশে প্রেসিডেন্ট নেই, প্রেসিডেন্ট দেশের বাইরে গেলে একজন প্রেসিডেন্ট নিয়োগ দিতে হয়, সেই নিয়মেরও তোয়াক্কা করছে না সরকার।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন।