আগামীকাল রোববার সকালে করোনাভাইরাসের টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকাল ১০টায় রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আগামীকাল রোববার সারা দেশে একযোগে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকা প্রয়োগ।
প্রথম দিন এক হাজার পাঁচটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের দুই হাজার ৪০০ টিমের মাধ্যমে এ টিকা দেওয়া হবে। ভারত থেকে টিকার চালান আসার পর ঢাকায় কয়েকশ জনকে পরীক্ষামূলক করোনার টিকা প্রয়োগ করা হয়। এর ১০ দিন পর বাংলাদেশে কাল রোববার গণটিকা দান শুরু হচ্ছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।