ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

১০০ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৫, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রথম টেস্টে ইতিহাসগড়া জয়ের পর বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ জেতার। সে লক্ষ্যে আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) মিরপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ঢাকা টেস্টের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাঠে বসে খেলা দেখতে দর্শকদের সর্বনিম্ন দিতে হবে ১০০ টাকা। এ দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট কিনতে পাওয়া যাবে ২০০ টাকায়। এ ছাড়া ক্লাব হাউজের ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে এক হাজার টাকা। এ ধরনের টিকিটে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

টিকিট কেনা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে।

এক নজরে টিকিট মূল্য

গ্রান্ড স্ট্যান্ড-১০০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড-৫০০ টাকা

ক্লাব হাউজ-৩০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড-২০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড-১০০ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।