ঢাকামঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‌দেশে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ‌রেও বেশী মানুষ।

অনলাইন ডেস্ক।
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে এখন পর্যন্ত ১১ লক্ষাধিক মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন। এদের মধ্যে ৭ লাখ ৭৩ হাজার ৬২৪ জন পুরুষ এবং ৩ হাজার ৫৯ হাজার ৮৭ জন নারী রয়েছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ১৫৫ জন এবং নারী ৭৯ হাজার ৫২৩ জন রয়েছেন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ২ হাজার ৭০৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৪৭ হাজার ৫০২ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ হাজার ৭৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২ লাখ ৭০ হাজার ৯৫৯ জন, রাজশাহী বিভাগে ১ লাখ ২৮ হাজার ৭৬৩ জন, রংপুর বিভাগে ১ লাখ ৬ হাজার ৬৩৪ জন, খুলনা বিভাগে ১ লাখ ২৮ হাজার ১৫৯ জন, বরিশাল বিভাগে ৫১ হাজার ৫২৩ জন এবং সিলেট বিভাগে ৯৩ হাজার ২৩৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।