দেশকে সংঘাতের হাত থেকে রক্ষায় জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েন ইসলামী আন্দোলন
বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের অবস্থা অত্যন্ত খারাপ।
নিত্যপণ্যের বাজারে আগুন। সাধারণ মানুষ দিশেহারা। বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সরকার জনগণের জন্য কিছু না করে কিভাবে পিছনের দরজা দিয়ে পুনরায় ক্ষমতায় আসবে এ চিন্তায় বিভোর।
মুফতী ফয়জুল করীম বলেন, এতোদিন সরকার বলেছিলো দেশে কোন জঙ্গি নেই।
এখন প্রতিনিয়ত জঙ্গি নাটক করে সরকার বিদেশীদের আশির্বাদ নিতে মরিয়া হয়ে উঠছে।
আজ সোমবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ
চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর সভাপতি আলহাজ মো. জান্নাতুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্বশীল কর্মশালায়
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মুফতি
দেলোয়ার হোসাইন সাকি।
মহানগর ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুফতী ফয়জুল করীম বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকারসহ সব ধরনের অধিকার কেঁড়ে নিয়েছে।
তারা রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার ও বাক-স্বাধীনতা কেঁড়ে নিয়েছে।
বর্তমান সরকার আমাদের উপর জগদ্দল পাথরের মতো বসে আছে।
বর্তমান ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে একজন দেশপ্রেমিক আল্লাহভীরু সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।
ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি
দেলাওয়ার হোসাইন সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সহ-সভাপতি মাওলানা ইউনুস,
জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মারুফ,
ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম পূর্ব জেলার সাধারণ সম্পাদক মীর মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সোহরাব হোসেন আইমন, ইউনিয়ন সভাপতি মোঃ নুরুল আবছার,
সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন।
নেতৃবৃন্দ বন্যায় দুর্গতদের মাঝে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, সেবা সংস্থাসহ নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।