ঢাকাসোমবার , ১৪ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবু‌কে পরীম‌নির আবেগঘন স্ট্যাটাস, বিচার চা‌ইলেন মাননীয় প্রধানমন্ত্রীর কা‌ছে।

নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২১ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ এর বিরু‌দ্ধে ধর্ষ‌ণের চেষ্টা নিপীড়‌ন ও হত্যার অ‌ভি‌যোগ ক‌রেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি নি‌জেই। গত রোববার (১৩ জুন) নিজ ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি প্রথম জানান। এর দুই ঘণ্টা পর বনানীর নিজ বাসায় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অভিযোগের বিষয়টি বিস্তারিত তুলে ধরেন পরীমনি।

এ‌বিষ‌য়ে তি‌নি ব‌লেন, তি‌নি বা‌রবার বিচার চে‌য়েও কা‌রো কা‌ছে সহ‌যোগীতা পা‌চ্ছেন না। প্রশাসন থে‌কে শুরু ক‌রে তার চল‌চি‌ত্রের কা‌রো কাছ থে‌কে কোন সহ‌যোগীতা পা‌চ্ছেন না ব‌লে তি‌নি গণমাধ্যম‌কে জানান।
পরীম‌নি গনমাধ্যম‌কে আরও জানান, বিচা‌রের জন্য যেখা‌নেই গি‌য়ে‌ছি পু‌লিশ থে‌কে শুরু ক‌রে সক‌লেই আমা‌কে দ‌মি‌য়ে রাখান চেষ্টা কর‌ছেন।

গতকাল তি‌নি তার ফেসবু‌কের ভে‌রিফাইড পেজ থে‌কে প্রধানমন্ত্রীর কা‌ছে ন্যায্য বিচার চে‌য়ে পোষ্ট ক‌রেন। পরীম‌নির নি‌জের ফেসবুক পেজ আইডি থে‌কে দেয়া পোষ্ট‌টি হুবুহু নী‌চে তু‌লে ধরা হ‌লো।

বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র।
আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।
আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে।
আমি এর বিচার চাই।

এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা।

যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!

আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।
আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন!
আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা?
আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে!
আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন,
মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে , ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার ,একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার।

আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা।
মা আমি বাচঁতে চাই।
আমাকে বাঁচিয়ে নাও মা ?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।